[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দিনাজপুরে ভুয়া নথিতে আসামির জামিন, কারারক্ষী কারাগারে

প্রকাশঃ
অ+ অ-
কারাগার | প্রতীকী ছবি

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত এক আসামিকে ভুয়া নথি দেখিয়ে জামিনে ছাড়া পাওয়ার ঘটনায় এক কারারক্ষীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার হওয়া কারারক্ষী নিজামুল হক দিনাজপুর জেলা কারাগারে কর্মরত। এ ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম পার্বতীপুর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে।

ভুয়া জামিননামার মাধ্যমে মুক্তি পাওয়ার ঘটনায় গত শনিবার জেলা ও দায়রা জজ নাজির তফায়েল বাদী হয়ে কোটোয়ালি থানায় মামলা করেন। রাতে পুলিশ আরিফুল ইসলাম ও নিজামুল হককে গ্রেপ্তার করে।

কোটোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, ভুয়া জামিননামা দেখিয়ে কারাগার থেকে ছাড় পাওয়ার ঘটনায় আদালতের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। সেই মামলায় কারারক্ষীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন