[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত এক শিক্ষক অসুস্থ

প্রকাশঃ
অ+ অ-
তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। ১৮ অক্টোবর ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন

তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচিতে অংশ নেওয়া এমপিওভুক্ত এক নারী শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অসুস্থ শিক্ষক ঝর্ণা গাইন বরিশালের উজিরপুর মেহেরনিগার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অনশনরত অন্য শিক্ষকদের জানিয়েছেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার ভর্তি হওয়ার পরামর্শ দেন। তবে ঝর্ণা গাইন হাসপাতালের ভর্তি হতে রাজি হননি এবং আবার শহীদ মিনারে অনশনে যোগ দেন।

ঝর্ণা গাইনের যত্ন করছেন মানিকগঞ্জের শিবালয়ের বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ঝর্ণা বিশ্বাস। তিনি জানান, গত ১২ অক্টোবর থেকে আন্দোলনে অংশ নিচ্ছেন। গতকাল শুক্রবার থেকে অনশনে রয়েছেন অসুস্থ শিক্ষক। আজ প্রচণ্ড গরমে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন, তবে ঝর্ণা গাইনের অবস্থা সবচেয়ে খারাপ।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, অনশনরত আরও একজন কর্মচারী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনিও পরে আবার অনশনে যোগ দিয়েছেন। তাঁর নাম মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বরগুনার বেতাগী উপজেলার একটি বিদ্যালয়ের কর্মচারী।

শিক্ষকদের অনশন কর্মসূচিতে সন্ধ্যা সাতটার দিকে উপস্থিত হয়ে সংহতি জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্বে ছিলেন জাকসু সহসভাপতি আবদুর রশীদ জিতু। তিনি বলেন, যৌক্তিক দাবি নিয়ে শিক্ষকদের কেন রাস্তায় নামতে হলো, তা গভীরভাবে দেখা দরকার। শিক্ষকরা দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন। সরকার যেন দ্রুত সময়ে তাঁদের দাবি মেনে নেন, সেই আহ্বান জানান তিনি।

দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, আগামীকাল রোববার শিক্ষক–কর্মচারীরা শিক্ষা ভবন অভিমুখে ‘খালি প্লেট নিয়ে ভুখা মিছিল’ করবেন। তিনি বলেন, 'আমাদের দাবি স্পষ্ট। তিন দফা দাবি মানা ছাড়া কোনো ছাড় নেই। যা সিদ্ধান্ত হয়েছে, তা–ই দিতে হবে। অন্যথায় উপদেষ্টাকে তাঁর মন্ত্রণালয় ছাড়তে হবে।' 

তিন দফা দাবি
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন