[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যশোরে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

প্রকাশঃ
অ+ অ-

পানিতে ডুবে মৃত্যু | প্রতীকী ছবি

যশোরে দুটি পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনা ঘটে সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায়।

মারা যাওয়া শিশুরা হলো সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) এবং দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)। মুজাহিদ ও আপন খালাতো ভাই।

পরিবার ও স্থানীয়রা জানান, সকালেও সাতমাইল গ্রামে বাড়ির পাশে একটি বাঁওড়ে মাছ ধরতে গিয়ে মুজাহিদ ও আপন পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

আপনের চাচা শহিদুল ইসলাম বিশ্বাস বলেন, আপন মায়ের সঙ্গে নানাবাড়ি সাতমাইল গ্রামে বেড়াতে এসেছিল। দুপুরে খালাতো ভাই মুজাহিদের সঙ্গে মাছ ধরতে গিয়ে বাঁওড়ে ডুবে মারা যায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছিল। লাশ মর্গে পাঠানো হয়েছে।

একই দিন সকালে ইসলামপুর এলাকার দোগাছিয়া গ্রামে পুকুরে ডুবে মারা যায় তাওহীদ। পরিবারের সদস্যরা জানান, খেলতে গিয়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তাওহীদের নানা তরফ আলী বলেন, মেয়ে, জামাই ও নাতি তাঁর বাড়িতেই থাকে। সকালে খেলতে গিয়ে পুকুরে পড়ে তাওহীদের মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসানাত খান বলেন, 'দুটি দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় কারও হাত না থাকলে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন