শিল্পকলার ‘বেআইনি কর্মকাণ্ডের’ দায় এড়াতে আরও ৪ সদস্যের পদত্যাগ
প্রকাশঃ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন চারজন
সদস্য। এ নিয়ে পরিচালনা পরিষদের পাঁচজন সদস্য পদত্যাগ করলেন। এতে শিল্পকলা
একাডেমির পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা ১৮ থেকে কমে ১৩ জনে দাঁড়িয়েছে।
বুধবার আজাদ আবুল কালাম, সামিনা লুৎফা, লায়েকা বশীর ও র্যাচেল প্যারিস নিজেদের পদত্যাগপত্র শিল্পকলা একাডেমিতে পাঠান। শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, 'এই চারজনের পদত্যাগপত্র সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
এর আগে লেখক ও গবেষক আলতাফ পারভেজও পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন। বর্তমানে ১৮ জন সদস্য নিয়ে গঠিত এই পরিষদ ২০২৪ সালের ১৮ ডিসেম্বর গঠিত হয়েছিল।
পদত্যাগের বিষয়ে আজাদ আবুল কালাম ও সামিনা লুৎফার সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
নাট্য নির্দেশক ও অভিনেতা আজাদ আবুল কালামের পদত্যাগপত্রে বলা হয়েছে, 'বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইনের ১২ (১) উপধারা অনুযায়ী, পরিষদ প্রতি তিন মাসে অন্তত একবার সভা করবে এবং সভার তারিখ, সময় ও স্থান পরিষদের সভাপতি নির্ধারণ করবেন। চলতি বছরের ১৮ মার্চের মধ্যে সভা হওয়ার কথা থাকলেও গত নয় মাসে তা অনুষ্ঠিত হয়নি। একাডেমি কীভাবে পরিচালনা করা হচ্ছে, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই বা জানানো হয়নি। অথচ আইন অনুযায়ী পরিষদের সদস্য হিসেবে গৃহীত সকল সিদ্ধান্তের দায় আমার ওপরও বর্তায়। শিল্পকলা একাডেমির কার্যক্রম আইনানুযায়ী পরিচালিত হয়নি এবং বেআইনি কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে আমি ইচ্ছুক নই।'
একটি মন্তব্য পোস্ট করুন