[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাতিয়ায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-

নোয়াখালীর হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ছাইফ উদ্দিন | ছবি: দলের এক কর্মীর কাছ থেকে পাওয়া।

নোয়াখালীর হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ কে এম ছাইফ উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে হাতিয়া আদালত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। দুপুরের পর থেকেই যৌথ বাহিনীর সদস্যরা আদালত এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ছাইফ উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপজেলা সদরের ওছখালী এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা ছাইফ উদ্দিনের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন। পরে যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কাউকে আটক করা হয়নি।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন, বিকেলে উপজেলা সদর থেকে ছাইফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে তিনি জামিনে আছেন।

এক প্রশ্নের জবাবে ওসি আরও জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করার জন্য জড়ো হয়েছিলেন, কিন্তু মিছিল করার সুযোগ না দিয়ে তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন