[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিদ্যালয়ের মাঠে মেলা বন্ধের দাবি, শেরপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশঃ
অ+ অ-

 বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল মাঠের পূর্ব পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয় | ছবি: পদ্মা ট্রিবিউন  

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল মাঠে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া শেরপুর প্রেসক্লাব আয়োজন করেছে মাসব্যাপী তাঁত শিল্পপণ্য মেলা। মাঠে মেলার আয়োজন ও অবকাঠামো নির্মাণের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা মানববন্ধন করেছেন।

আজ দুপুর সাড়ে ১২টায় ‘খেলা বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠনের ব্যানারে মাঠের পূর্ব পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এই মাঠে সারাদিন খেলাধুলার অনুশীলন চলে। সকালে মানুষ এখানে হাঁটাহাঁটি ও ব্যায়ামও করেন। কিন্তু প্রায় ১০ দিন ধরে এখানে মেলার অবকাঠামো নির্মাণ চলছে। মেলা আয়োজনের জন্য বিদ্যালয়ের মাঠের সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে। মাঠের ভেতরে মেলার সাজসজ্জা ও স্টল নির্মাণের কাজ চলছে।

শেরপুর ইউনাইটেড ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, শেরপুরে খেলার মাঠ কম থাকায় গত ১০ বছর ধরে তারা সরকারি ডি জে হাইস্কুল মাঠে নিয়মিত ফুটবল অনুশীলন করে আসছেন। শিশু-কিশোর থেকে তরুণরা এই মাঠে ফুটবল অনুশীলন করেন। স্কুল মাঠে মেলার আয়োজনের কারণে অনুশীলন এখন বন্ধ রয়েছে। খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয় মাঠে মেলার আয়োজন বন্ধ করা উচিত।

শেরপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, এই মাঠ শুধুই খেলাধুলার জন্য নয়, এটি শেরপুরবাসীর একমাত্র উন্মুক্ত মাঠ। স্কুল মাঠ কোনোভাবেই বাণিজ্যিক কাজে ব্যবহার করা ঠিক হবে না।

ভেঙে ফেলা হয়েছে বিদ্যালয়ের মাঠের সীমানাপ্রাচীর | ছবি: পদ্মা ট্রিবিউন  

শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ জানান, তারা জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের কাছে মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছেন। এই কারণে প্রস্তুতিমূলক কাজ শুরু করা হয়েছে। প্রশাসনের অনুমতি পেলে মাসব্যাপী মেলা শুরু হবে।

শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বলেন, মাঠ ব্যবহারের অনুমতির বিষয়টি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এখতিয়ারভুক্ত, যার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি দাবি করেন, মাঠে অবকাঠামো নির্মাণ ও বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভাঙার বিষয়ে তিনি অবগত নন।

মাঠের মাঝখানে গর্ত করে তৈরি করা হচ্ছে অবকাঠামো | ছবি: পদ্মা ট্রিবিউন  

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, মেলা আয়োজনে প্রেসক্লাবের পক্ষ থেকে অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করা হয়েছে। আয়োজকেরা প্রতিশ্রুতি দিয়েছেন, মেলা শেষে মাঠের সংস্কারকাজ তারা নিজ দায়িত্বে করবেন।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ‘শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল মাঠে মাসব্যাপী তাঁত শিল্পপণ্য মেলা আয়োজনের অনুমতি চেয়ে একটি আবেদন পেয়েছি। তবে এখনো মেলা আয়োজনে কাউকে অনুমোদন দেওয়া হয়নি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন