[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সুবর্ণচরে মোটরসাইকেল থামিয়ে দিনদুপুরে যুবককে গলা কেটে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
সুব্রত চন্দ দাস | ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রকাশ্যে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম সুব্রত চন্দ্র দাশ (৪২)। আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার চর জবলী গ্রামের পালোয়ান বাড়ির সামনে আট কপালিয়া-পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

পুলিশ জানায়, সুব্রত চর আমানউল্যাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বজলুল করিম গ্রামের চিরু রঞ্জন দাশের ছেলে। খবর পেয়ে চর জব্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ আগামীকাল মঙ্গলবার ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সুব্রতর স্ত্রী রিকতা রানী দাশ চর জব্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চাকরি করেন। সুব্রত প্রতিদিন সকাল-বিকেলে মোটরসাইকেলযোগে স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতেন এবং দুপুরে ফিরে আসতেন। আজ বেলা পৌনে দুইটার দিকে তিনি স্ত্রীকে আনার জন্য মোটরসাইকেলযোগে পরিষ্কার বাজারের দিকে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, আট কপালিয়া-পরিষ্কার বাজার সড়কের পালোয়ান বাড়ির সামনে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশা যোগে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। তারা সুব্রতকে এলোপাতাড়ি কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে সড়কের ওপর লাশ ফেলে পালিয়ে যায়। এ সময় তাঁর মোটরসাইকেল সড়কের ওপর অক্ষত অবস্থায় পড়ে ছিল। পরে আশপাশের মানুষজন থানায় খবর দেন।

নিহত সুব্রতর কাকা লিটন চন্দ্র দাশ বলেন, তাঁর ফুফাতো ভাইয়ের ছেলে সুব্রত একসময় ব্যবসা করতেন। স্ত্রীর চাকরির কারণে কয়েক বছর আগে ব্যবসা ছেড়ে দেন। আজ দুপুরে মোটরসাইকেলে কর্মস্থল থেকে স্ত্রীকে আনতে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে। কারা কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না। আশপাশের লোকজন একটি সিএনজিচালিত অটোরিকশা সড়ক দিয়ে যেতে দেখেছেন। এর ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ওই অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। লিটন চন্দ্র দাশ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিহতের মৃত্যু নিশ্চিত করেছেন সুবর্ণচরের চর জব্বর থানার ওসি মো. শাহীন মিয়া। তিনি বলেন, নিহত ব্যক্তি স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাচ্ছিলেন। তাঁর মোটরসাইকেল সড়কে পড়ে আছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন