[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাচন না পেছালে ক্রিকেট বর্জনের হুমকি ঢাকার ক্লাবগুলোর

প্রকাশঃ
অ+ অ-
বিসিবি নির্বাচন নিয়ে ঢাকার ক্লাবগুলোর সংবাদ সম্মেলন। আজ মোহামেডানে | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে উত্তেজনা থামছেই না। এবার সোজাসুজি হুঁশিয়ারি দিয়েছে ঢাকার কয়েকটি ক্লাব।

আজ শনিবার ‘বিসিবি নির্বাচনে নোংরামির বিরুদ্ধে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের প্রতিবাদ’ শিরোনামে মোহামেডান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকালের মধ্যে তিন দফা দাবি না মানা হলে বাংলাদেশের সব ধরনের ক্রিকেট তারা বর্জন করবে। এ ঘোষণা দেন বিসিবি নির্বাচনে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদউজ্জামান। তাঁর সঙ্গে ঢাকার শীর্ষ কয়েকটি ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তাঁদের দাবি—বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়িয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। না হলে অ্যাডহক কমিটি গঠন করে নতুন নির্বাচন দিতে হবে। প্রয়োজনে বর্তমান তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪৮টি ক্লাব এই দাবির পক্ষে আছে।

গত পরশু বিসিবি কার্যালয়ে গিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও একই দাবি জানানো হয়েছিল। দাবি জানান ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম। আজকের সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন।

এ সময় মাসুদউজ্জামানকে জিজ্ঞেস করা হয়, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এরপর আর কোনো কথা হয়েছে কি না। তিনি জবাবে বলেন, ‘পথটা খোলা। ওই দিনই (গত পরশু) খুলে দিয়েছিলাম। কিন্তু কোনো সাড়া না পাওয়াতেই আজকে এই সংবাদ সম্মেলনে বসতে হলো।’

সংবাদ সম্মেলনে কথা বলেন সাবেক বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া | ছবি: পদ্মা ট্রিবিউন

সংকটের শুরু তৃতীয় বিভাগ বাছাই পর্ব পেরিয়ে আসা ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ হাইকোর্টে স্থগিত হওয়ার পর। এর পরপরই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তাঁদের মধ্যে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ক্রীড়া সংগঠকেরাও ছিলেন।

আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না—এমন প্রশ্নে মাসুদউজ্জামান বলেন, বিসিবি নির্বাচন নিয়ে আসলে এক ধরনের ‘নাটক’ চলছে। তাঁর ভাষায়, ‘আপিল করার সুযোগ আছে, কিন্তু আপনারাই দেখুন, আমরা কি পারছি কিছু? কোনোভাবে যৌক্তিক কিছু করতে পারছি? আমরা শুধু ক্রিকেটের স্বার্থেই কথা বলছি।’

তিনি আরও বলেন, ‘আলোচনার দরজা আমরা খোলা রাখছি। যাঁরা রিট করেছেন, তাঁদের সবার প্রতিই আলোচনার সুযোগ আছে। এখন ধরুন, আপনি মামলা করেছেন, আপোস চান, বাংলাদেশ ক্রিকেটের ভালো চান—তাহলে আলোচনা করে সমাধানের পথ বের করতে হবে।’

সংবাদ সম্মেলনে ছিলেন সাবেক ক্রিকেটার ও সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদও | ছবি: পদ্মা ট্রিবিউন

সংবাদ সম্মেলনের শুরুতেই সাংবাদিকদের হাতে একটি লিখিত বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে বলা হয়, ‘বিতর্কিত নির্বাচনের নীলনকশা বাতিল না করা হলে সামনে কোনো ধরনের ক্রিকেটে বাংলাদেশের কোনো ক্লাব অংশ নেবে না।’ ওই বিজ্ঞপ্তিতে জেলা ও বিভাগ থেকে নির্বাচিত কাউন্সিলর তালিকায় সরকারি হস্তক্ষেপের অভিযোগও আনা হয়।

এদিকে আজ বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাজশাহী অঞ্চল থেকে পরিচালক পদপ্রার্থী হাসিবুল আলম এবং ক্লাব ক্যাটাগরিতে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রার্থী লুতফর রহমান। তাঁদের মধ্যে লুতফর রহমান আজ মোহামেডান ক্লাবের সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন