চাকসুর ভোটে শাটল ট্রেন ১১ বার চলবে, চলাচল করবে বিশেষ বাসও
![]() |
| চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোটারদের যাতায়াতের সুবিধার্থে চলাচল করছে বিশেষ শাটল ট্রেন | ছবি: উইকিপিডিয়া |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের ভোট আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। ভোটারদের সুবিধার্থে চট্টগ্রাম নগর থেকে বিশ্ববিদ্যালয়ে আসা–যাওয়ার জন্য ১১ বার শাটল ট্রেন চলবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও শহরের মধ্যে ৩০টি বাসও চলাচল করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
শহরের চট্টগ্রাম রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে প্রথম ট্রেন সকাল সাড়ে সাতটায় ছাড়বে এবং সকাল ৮টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে। একই স্টেশন থেকে সকাল ৮টায় আরেকটি ট্রেন ছাড়বে। ষোলশহর স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় সকাল সাড়ে ৯টা, সোয়া ১০টা, বেলা সাড়ে ১১টা ও পৌনে একটায় নির্ধারিত হয়েছে। এছাড়া বেলা আড়াইটা, সাড়ে তিনটা, বিকেল ৫টা, রাত সাড়ে ৮টা ও রাত সাড়ে ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য ট্রেন চলবে।
বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম স্টেশনের প্রথম ট্রেন সকাল ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাবে এবং ৯টায় ষোলশহরে পৌঁছাবে। এর পর বিশ্ববিদ্যালয় থেকে ট্রেন ছাড়ার সময় সকাল ৯টা ৫ মিনিট, সকাল সাড়ে ১০টা, বেলা ১১টা ৫ মিনিট, বেলা ১টা, বেলা ২টা, বেলা ৩টা ৩৫ মিনিট, বিকেল ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৬টা ২০ মিনিট, রাত ৯টা ৪৫ মিনিট এবং রাত পৌনে ১১টা।
নির্বাচনের দিন সকাল ৯টায় নিউমার্কেট থেকে পাঁচটি ভাড়া বাস এবং ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাঁচটি বাস রওনা হবে। সকাল ১০টায় আরও পাঁচটি বাস বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছাড়বে। বেলা ৩টা ও বিকেল ৪টায় ক্যাম্পাস থেকে পাঁচটি করে বাস ষোলশহরের উদ্দেশে ছাড়বে। সর্বশেষ বিকেল সাড়ে ৫টায় পাঁচটি বাস নিউমার্কেটের উদ্দেশে রওনা হবে।
চাকসু নির্বাচন কমিশনের প্রধান মনির উদ্দিন জানিয়েছেন, ভোটারদের সুবিধার্থে সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন ও বাস চলাচল করবে। শিক্ষার্থীরা যাতে যাতায়াতের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচন কমিশন প্রকাশিত ‘ভোটারদের জন্য নির্দেশিকা’ অনুযায়ী, নির্বাচনের দিনে ভোটারদের বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। ভোট কেবল নির্ধারিত হলে দেওয়া যাবে। প্রতিটি ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ শিক্ষার্থী ভোট দেবেন। ভোটকক্ষে প্রবেশের পর পরিচয় যাচাই শেষে শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচটি ব্যালট পেপার দেওয়া হবে—এর মধ্যে চারটি কেন্দ্রীয় সংসদ (চাকসু) এবং একটি নিজ হল সংসদের।
ভোটে নির্ধারিত প্রতীকের পাশে বৃত্ত ভরাট করতে হবে। ব্যালট নির্দিষ্ট বাক্সে ফেলার পর ভোটারকে কেন্দ্র ত্যাগ করতে হবে। কেন্দ্রের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রিসাইডিং অফিসার, পোলিং অ্যাসিস্ট্যান্ট, রোভার স্কাউট ও নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করবেন। ভোট গণনা ওএমআর পদ্ধতিতে করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটি সপ্তম ছাত্র সংসদ নির্বাচন। প্রায় সাড়ে তিন দশক পর চাকসু ও হল সংসদের ভোট অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। ভোট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এর পর শুরু হবে গণনা।

একটি মন্তব্য পোস্ট করুন