[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বেতন না পেয়ে আবারও বিক্ষোভে শ্রমিকেরা

প্রকাশঃ
অ+ অ-

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরের শিমুলতলী এলাকায় গার্ডেনিয়া ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুরের শ্রীপুর উপজেলার শিমুলতলীতে বকেয়া বেতনের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন গার্ডেনিয়া ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা। শনিবার সকাল আটটা থেকে তাঁরা কারখানার সামনে অবস্থান নেন। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে পরিস্থিতি শান্ত করে।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগস্ট মাসের বেতন দেওয়ার কথা ছিল গত ১৮ সেপ্টেম্বর। কিন্তু সেই দিন বেতন না দিয়ে কর্তৃপক্ষ হঠাৎ ছুটি ঘোষণা করে। এরপর কয়েক দফায় নতুন তারিখ দেওয়া হলেও কোনো দিনই বেতন মেলেনি। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা ছিল। সেদিনও বেতন হয়নি। পরে ৪ অক্টোবর দেওয়ার কথা জানানো হয়।

আজ সকালে শ্রমিকেরা কারখানায় এসে দেখতে পান নতুন নোটিশ। তাতে লেখা, ৭ অক্টোবর বেতন পরিশোধ করা হবে এবং ৮ অক্টোবর থেকে কারখানা চালু হবে। এই নোটিশ দেখে শ্রমিকেরা আবারও বিক্ষোভ শুরু করেন।

কারখানার শ্রমিক মো. আবদুল মোতালিব বলেন, 'তাঁরা অনেক দিন ধরে বেতন দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। কিন্তু মালিকপক্ষ বারবার মিথ্যা আশ্বাস দিয়ে সময় কাটাচ্ছে, শ্রমিকদের কষ্টের কথা একবারও ভাবছে না।' 

অন্য এক শ্রমিক আল-আমিন বলেন, 'প্রশাসনের হস্তক্ষেপে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই বেতন পরিশোধ করা হবে। তাই আপাতত শ্রমিকেরা ঘরে ফিরে গেছেন।' 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিল্প পুলিশের শ্রীপুর উপ–অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, 'তিনি শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। শ্রমিকদের জানিয়েছেন, রোববার থেকে কারখানা চালু হবে এবং বৃহস্পতিবারের মধ্যে সব বকেয়া বেতন পরিশোধ করা হবে। বেতন দেওয়ার আশ্বাস পাওয়ার পর শ্রমিকেরা আপাতত বিক্ষোভ বন্ধ করেছেন।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন