[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রাম ইপিজেডে ‘চিকিৎসা সরঞ্জাম’ তৈরির প্রতিষ্ঠানে আগুন

প্রকাশঃ
অ+ অ-

চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন জ্বলছে। আজ দুপুরে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ইপিজেডের ৫ নম্বরের ‘অ্যাডামস ক্যাপ’ নামের কারখানায় এই ঘটনা ঘটে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহারের জন্য যন্ত্রপাতি তৈরি হতো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বহুতল কারখানার ওপরের তলায় আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কারখানায় কত শ্রমিক ছিলেন বা কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট কাজ করছে।

ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন বলেন, 'ইপিজেডের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল একসেসরিজ তৈরি হতো। বিস্তারিত পরে জানানো যাবে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন