[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শাহবাগ সমাবেশে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক মানবাধিকারকর্মীদের মুক্তি দাবি

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর শাহবাগে ‘সলিডারিটি উইথ প্যালেস্টাইন’ শীর্ষক ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং আটক মানবাধিকারকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে ‘কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস’ নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম।

আজ বৃহস্পতিবার বিকেলে শাহবাগে ‘সলিডারিটি উইথ প্যালেস্টাইন’ শিরোনামে এ সমাবেশ হয়। এতে মানবাধিকারকর্মী, লেখক, কবি ও বুদ্ধিজীবীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, তাঁরা ফিলিস্তিনের মানবতার পক্ষে অবস্থান করছেন। ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রীয় সমাধান নয়, বরং পুরো ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। বিশ্বের কিছু শক্তিশালী দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যা আশাব্যঞ্জক বলেও উল্লেখ করেন তাঁরা।

বক্তারা বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান—ফিলিস্তিনকে মানবিক ও রাজনৈতিকভাবে সমর্থন দিতে হবে। একই সঙ্গে নৌবহরে থাকা শান্তিকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আটক অধিকারকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তারা বলেন, ইসরায়েলের গণহত্যা দ্রুত বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ায় বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে স্যালুট জানান বক্তারা। তাঁর নিরাপদ প্রত্যাবর্তন ও সুস্থতা কামনাও করা হয়।

সমাবেশ শেষে শাহবাগ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান দেন, 'ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন