[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আবারও বিসিবি সভাপতি বুলবুল, সহ-সভাপতি কারা

প্রকাশঃ
অ+ অ-

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম | ছবি: পদ্মা ট্রিবিউন 

বিসিবি নির্বাচন সম্পূর্ণ অনুমিতভাবেই শেষ হয়েছে। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন।

এরপর তাঁদের ভোটে নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। একই নির্বাচনে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

ফলাফল ঘোষণা করতে এসে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন আমিনুলকে সভাপতি হিসেবে ঘোষণা করেন।

গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন আমিনুল। তখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে তাঁকে সভাপতি করা হয়েছিল। এবার আমিনুল ঢাকা বিভাগের পরিচালক হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন।

বিসিবির সর্বশেষ ভোটে দুজন সহসভাপতি ছিলেন ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন। এবার ফাহিম মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থিতা প্রত্যাহার করেন। নাজমূল ঢাকা জেলা থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।

নতুন সহসভাপতি ফারুক আহমেদ পূর্বে বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন। অন্য সহসভাপতি শাখাওয়াত সর্বশেষ বিসিবি সভাপতির ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন