[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সহপাঠীকে ‘ধর্ষণে’ জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিইউপির শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-
সহপাঠীকে ধর্ষণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের বিক্ষোভ। মিরপুর–১০; ১৮ অক্টোবর ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার তাঁর সহপাঠীরা বিক্ষোভ করেছেন। তাঁরা কিছু সময়ের জন্য মিরপুর–১০ নম্বর এলাকায় সড়কও অবরোধ করেন।

বিকেলে শিক্ষার্থীরা প্রথমে মিরপুর–১২ নম্বরে বিক্ষোভ করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে মিছিল নিয়ে মিরপুর–১০ নম্বর এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন।

গত বুধবার রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়ায় ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। বিইউপির শিক্ষার্থীরা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। অপরাধীদের গ্রেপ্তারে তাঁরা ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।

বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শিহাব বলেন, ‘আমাদের বোন তিন দিন আগে ধর্ষণের শিকার হয়েছেন। এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। আমাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।’

সড়ক ছেড়ে দেওয়ার আগে শিক্ষার্থীরা জানান, আগামীকাল রোববার বেলা দুইটায় মিরপুর–১২ তে আবারও বিক্ষোভ করবেন তাঁরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন