[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ধর্ষণচেষ্টা ও জিম্মি করে চাঁদা দাবি চালকের : পুলিশ

প্রকাশঃ
অ+ অ-
ধর্ষণ | প্রতীকী ছবি

বগুড়ায় দূরপাল্লার বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে আটক বাসচালককে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাতেই জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁকে থানায় পাঠায়।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের তথ্যের ভিত্তিতে হাইওয়ে পুলিশ ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ওই চালককে আটক করে। রাত ১১টার দিকে তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক চালক সোয়াইব হাসান ওরফে সাকিব (২৮) বগুড়ার শাজাহানপুর উপজেলার জয়ন্তীবাড়ী এলাকার বাসিন্দা এবং ‘আর কে ট্রাভেলস’ পরিবহনের চালক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াইব ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি একা বাসে ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা ও তার বন্ধুর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করার কথা স্বীকার করেছেন।

বগুড়ার জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানিয়েছেন, অভিযুক্ত চালক ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। মেয়েটিও পুলিশ হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাকে ধর্ষণ করা হয়নি, তবে বাসে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় চালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হওয়ার সুযোগ আছে। বাসচালক ও মেয়েটিকে শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ভুক্তভোগী স্কুলছাত্রী পুলিশ ও সাংবাদিকদের কাছে বাসচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন। তবে ভুক্তভোগী ছাত্রী ও তার অভিভাবকদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ডিবি পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত বাসচালককে আটক করে এবং স্কুলছাত্রীকে উদ্ধার করে থানার হেফাজতে দিয়েছে। মেয়েটির অভিভাবকদের ডাকানো হয়েছে। একজন আত্মীয় ইতোমধ্যে থানায় এসেছেন। তারা মামলা করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

বাসে ধর্ষণের অভিযোগ
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন