খ্যাতিমান প্রাণিবিজ্ঞানী জেন গুডল আর নেই
![]() |
ব্রিটিশ সংরক্ষণবাদী ও শিম্পাঞ্জিবিশেষজ্ঞ জেন গুডঅল | ফাইল ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক |
শিম্পাঞ্জি নিয়ে যুগান্তকারী গবেষণার মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত ব্রিটিশ প্রাইমাটোলজিস্ট ও সংরক্ষণবাদী জেন গুডঅল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
জেন গুডঅল ইনস্টিটিউট গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়, গুডঅল বক্তৃতা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সফর করছিলেন। সেখানে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়।
পোস্টে আরও উল্লেখ করা হয়, একজন ইথোলজিস্ট হিসেবে গুডঅলের গবেষণালব্ধ আবিষ্কারগুলো বিজ্ঞানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বিশ্বজুড়ে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও পুনরুদ্ধারে অক্লান্ত পরিশ্রম করে গেছেন।
জেন গুডঅল ১৯৩৪ সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি তানজানিয়ায় প্রাকৃতিক পরিবেশে মুক্তজীবন কাটানো শিম্পাঞ্জিগুলোর ওপর গবেষণা শুরু করেন।
গুডঅল তার দীর্ঘদিনের গবেষণায় দেখান, শিম্পাঞ্জি মানুষ নয়, তবু হাতিয়ার তৈরি ও ব্যবহার করতে সক্ষম। বিশেষ করে তাঁর প্রিয় শিম্পাঞ্জি ডেভিড গ্রেবিয়ার্ড গাছের ডাল দিয়ে উইপোকা ধরার জন্য হাতিয়ার তৈরি করেছিল। এই পর্যবেক্ষণ মানবজাতির একক কৃতিত্বের ধারণাকে চ্যালেঞ্জ করেছিল।
১৯৭৭ সালে তিনি ‘জেন গুডঅল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি বৃহৎ প্রাইমেট প্রজাতির প্রাণীর প্রাকৃতিক আবাস রক্ষা এবং প্রাণী ও পরিবেশ সংরক্ষণে তরুণদের সহায়তা দিয়ে থাকে।
২০০২ সালে গুডঅলকে জাতিসংঘ শান্তিদূত হিসেবে নিয়োগ দেয়। তাঁর মৃত্যুতে জাতিসংঘ শোক প্রকাশ করেছে। বিশ্ব সংস্থার এক পোস্টে বলা হয়েছে, 'আজ জাতিসংঘ পরিবার গুডঅলের মৃত্যুতে শোক প্রকাশ করছে। বিজ্ঞানী, সংরক্ষণবাদী ও শান্তিদূত হিসেবে তিনি এই গ্রহ এবং এর প্রতিটি জীবের জন্য নিরলসভাবে কাজ করেছেন। মানবতা ও প্রকৃতির জন্য তিনি অসাধারণ উত্তরাধিকার রেখে গেছেন।'
একটি মন্তব্য পোস্ট করুন