[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিজিতদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই ক্যাম্পাস গড়ে তুলব : মোস্তাকুর

প্রকাশঃ
অ+ অ-
ফলাফল ঘোষণা শেষে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে সংবাদ সম্মেলনে কথা বলেন মোস্তাকুর রহমান জাহিদ | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এক পদে অনেক যোগ্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই সংখ্যাটা বেশি। নির্বাচিত সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান (জাহিদ) বলেন, বিজিতদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে তিনি এই ক্যাম্পাস গড়ে তোলার কাজ করবেন। মোস্তাকুর ছাত্রশিবির–সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণা হওয়ার পর আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এই অঙ্গীকার জানান।

মোস্তাকুর রহমান বলেন, ‘এই সফলতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সব অংশীজন এবং সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। যাঁরা ৩৫ বছর ধরে নির্বাচনের জন্য আন্দোলন করেও রাকসু নির্বাচনে জয় পাননি, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।’ তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করব। যারা জয়ী হননি, তাঁদের সংখ্যা বেশি। আশা করব, তাঁরাও আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন। বিজিতদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই এই ক্যাম্পাস গড়ে তুলব।’

মোস্তাকুর রহমান আরও বলেন, ‘৩৫ বছর ধরে রাকসু নির্বাচন থেকে শিক্ষার্থীরা বঞ্চিত ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাকসু নির্বাচন হয়েছে। ছাত্রশিবির যেমন আন্দোলন করেছিল, অন্য ছাত্রসংগঠন এবং শিক্ষার্থীরাও এতে যুক্ত ছিলেন। নানা জল্পনা-কল্পনা এবং রাকসু বানচালকারী গোষ্ঠীর বিরোধিতা সত্ত্বেও নির্বাচন সম্পন্ন হয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন