ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
| দিব্য কুমার কুণ্ডু | ছবি: সংগৃহীত |
পাবনার ঈশ্বরদীতে শারদীয় বিজয়া দশমীর দিনে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিব্য কুমার কুণ্ডু (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া এলাকায় ঈশ্বরদী–বানেশ্বর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিব্য কুমার কুণ্ডু ওই গ্রামের পীযুষ কুণ্ডুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিব্য মোটরসাইকেল চালিয়ে আড়ামবাড়িয়া থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা লালপুরগামী একটি সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মীর আমিরুল ইসলাম বলেন, 'খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দিব্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ পুলিশে হস্তান্তর করা হয়।'
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর জানান, 'আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'
Comments
Comments