[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রকাশঃ
অ+ অ-

হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সহিংসতায় তিনজন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

২০টি মানবাধিকার সংগঠনের এই জোট মনে করে, এ ধরনের ঘটনা শুধু গুরুতর মানবাধিকার লঙ্ঘন নয়, ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবন, নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকারকেও হুমকির মুখে ফেলছে।

আজ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা এক স্মারকলিপি দেয় এইচআরএফবির ছয় সদস্যের প্রতিনিধিদল। এ সময় তারা পার্বত্য চট্টগ্রামে চলমান সংকট সমাধানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এবং সব পক্ষের অংশগ্রহণে একটি জাতীয় সম্মেলন করার প্রস্তাব দেন।

এইচআরএফবি বলছে, বারবার সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটলেও নিরপেক্ষ তদন্ত হয় না। ফলে অপরাধীরা শাস্তি এড়িয়ে যাচ্ছে। এতে টেকসই শান্তি ও সম্প্রীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে।

স্মারকলিপিতে সরকারের কাছে আট দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সাম্প্রতিক সহিংসতা ও ধর্ষণের ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনা, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা, নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া, ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পুনর্নির্মাণে সহায়তা করা এবং গত এক বছরে ঘটে যাওয়া আরও সাতটি ধর্ষণের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ পাওয়া গেলে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের ভয়–আতঙ্ক দূর করতে জরুরি উদ্যোগ গ্রহণ, ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মৌলিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য একটি পথনকশা তৈরি করে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, অতীতে সহিংসতা রোধে ব্যর্থতার কারণ খুঁজে বের করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য নীতি প্রণয়ন করতে হবে।

প্রতিনিধিদলে ছিলেন এইচআরএফবির স্টিয়ারিং কমিটির সদস্য ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, স্টিয়ারিং কমিটির সদস্য সারা হোসেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন এবং আইন ও সালিশ কেন্দ্রের উপদেষ্টা মাবরুক মোহাম্মদ।

খাগড়াছড়িতে তিনজন নিহত

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন