[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে লালন তিরোধান দিবস পালিত

প্রকাশঃ
অ+ অ-
গান গাইছেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

ফকির লালন শাহর ১৩৫তম তিরোধান দিবস পালিত হয়েছে রাজশাহীতে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নগরীর দরগাপাড়া লালন শাহ মুক্তমঞ্চে জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। তিনি বলেন, 'লালন সাঁইয়ের লেখা গানগুলো বাংলার গ্রামে-গঞ্জে, সবার ঘরে ঘরে এখনো শোনা যায়। তাঁর গানগুলো সবার প্রিয়।'

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক ড. এম.এ. মান্নান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী।

সব শেষ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান পরিবেশন করে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন