সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
প্রকাশঃ
![]() |
সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
সিলেটে আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে 'উদয়ন এক্সপ্রেস' ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে সিলেটের দিকে আসা ট্রেনটি মোগলাবাজার এলাকায় পৌঁছার সময় এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ চলছে। আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাবে। সকাল সাড়ে ৯টার পর্যন্ত উদ্ধারকারী দল পৌঁছায়নি।
![]() |
আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাবে | ছবি: পদ্মা ট্রিবিউন |
একটি মন্তব্য পোস্ট করুন