[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি-ঝোড়ো হাওয়া

প্রকাশঃ
অ+ অ-

ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর | ফাইল ছবি

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে এর প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ বৃহস্পতিবার সকাল সাতটায় বলেন, 'গভীর নিম্নচাপটি বর্তমানে ভারতের ওডিশা রাজ্যের উপকূলে অবস্থান করছে। বাংলাদেশ থেকে এটি অনেক দূরে, তবে প্রভাব পড়তে পারে।' 

আবহাওয়াবিদ জানান, আজ দিনের বেলায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া থাকতে পারে। এছাড়া দেশের অন্য অঞ্চলেও কম-বেশি বৃষ্টি হতে পারে। রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ছয়টায় গভীর নিম্নচাপের অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সতর্ক করে বলেন, 'উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোতে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।'

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ৯৫ মিলিমিটার। এ সময়ে রাজধানীতে ১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন