[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যুবলীগ কর্মীর ইজারা নেওয়া পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হত্যা

প্রকাশঃ
অ+ অ-

গ্রেপ্তার আসামি জামিল হোসেন | ছবি: পদ্মা ট্রিবিউন 

বগুড়ার কাহালুতে যুবদলের নেতা রাহুল সরকারের হত্যা মামলার আসামি জামিল হোসেন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন খাতুনের আদালতে তিনি জবানবন্দি দেন।

জবানবন্দিতে জামিল হোসেন বলেন, তিনি একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করতেন। যুবদলের নেতা রাহুল সরকার সেই পুকুর দখল করে মাছ ধরতে গেলে তিনি বাধা দেন। বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে তাঁর সঙ্গে থাকা কয়েকজন ক্ষুব্ধ হয়ে রাহুলকে ছুরিকাঘাত করে হত্যা করে।

বগুড়া আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, 'স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।'

গত মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে একটি পুকুরে মাছ ধরার সময় ছুরিকাঘাতে নিহত হন যুবদল নেতা রাহুল সরকার। তিনি মাগুরা গ্রামের বাসিন্দা হলেও পরিবার নিয়ে বগুড়া শহরের কৈগাড়ী এলাকায় থাকতেন। রাহুল ছিলেন বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।

ঘটনার রাতে ঢাকায় পালানোর সময় জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ কাশিয়াডাঙ্গা এলাকা থেকে জামিল হোসেনকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গ্রেপ্তার করেন। জামিল হোসেন কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের এবং যুবলীগের সক্রিয় কর্মী।

মামলায় ১৩ জনকে আসামি করা হয়। জামিল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা কাহালু থানার উপপরিদর্শক মাসুদ রানা সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এক দিনের মাথায় আজ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, মাগুরার ওয়াক্ফ স্টেটের একটি পুকুরে আগে মাছ চাষ করতেন জামিল হোসেন। গত বছরের ৫ আগস্টের পর পুকুরটি দখল করে মাছ চাষ শুরু করেন রাহুল সরকার। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। মঙ্গলবার রাহুল বড়শি দিয়ে মাছ ধরছিলেন। তখন জামিল হোসেন লোকজন নিয়ে গিয়ে তাকে মাছ ধরতে বাধা দেন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রাহুল ছুরিকাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

আদালতে আসামির স্বীকারোক্তি

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন