[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীর বিভিন্ন এলাকায় তিন জনের লাশ পাওয়া গেল

প্রকাশঃ
অ+ অ-

পরিষ্কার পরিচ্ছন্ন ছায়া ছায়া সুনিবিড় রমনা পার্ক | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজধানীর হাজারীবাগ, গেণ্ডারিয়া ও রমনা পার্ক এলাকা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র ফেরত শিক্ষার্থী, একজন রিকশাচালক এবং একজন মানসিক সমস্যায় ভুগছিলেন।

শুক্রবার পৃথক এলাকায় এই তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

হাজারীবাগ মিতালি রোডের একটি বাসা থেকে বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাস (২৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইংরেজি মাধ্যমের ‘ও’ ও ‘এ’ স্তর শেষ করার পর যুক্তরাষ্ট্রে গিয়ে স্নাতক সম্পন্ন করেছিলেন এবং গত বছর দেশে ফেরেন।

পরিবার জানিয়েছে, বিদ্যাধরী একাই ওই কক্ষে থাকতেন। রান্না নিজেই করতেন এবং খুব কম কারও সঙ্গে মিশতেন।  বুধবার সন্ধ্যায় তিনি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে এরপর আর বের হননি। শুক্রবার সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

শুক্রবার বিকালে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম তার কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে শুক্রবার সকালে গেণ্ডারিয়ার ফরিদাবাদ এলাকা থেকে আব্দুল জলিল (৬০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গেণ্ডারিয়া থানার সহকারী উপপরিদর্শক তৌফিক আনান জানান, 'বেলা সোয়া ১২টার দিকে তুলার গলির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এবং পরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে গলায় ফাঁস দেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।' 

আব্দুল জলিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা। 

অন্যদিকে রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয়দের খবর পেয়ে রমনা থানার সহকারী উপপরিদর্শক মো. মিজানুর রহমান লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেন। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওয়াসিমুল হক রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকার বাসিন্দা ছিলেন। 

তার মামাতো ভাই হেলাল খান জানান, 'তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে বাসা থেকে বের হয়ে রমনা পার্কে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তার জুতা পান এবং পরে লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার হয়।'

হেলাল খান আরও জানান, 'প্রায় ১৫–২০ বছর আগে একই স্থানে ওয়াসিমুলের আরেক চাচাতো ভাই রবিন ডুবে মারা গিয়েছিলেন।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন