[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ায় মদ্যপান করে একজনের মৃত্যু, চারজন চিকিৎসাধীন

প্রকাশঃ
অ+ অ-
মরদেহ | প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার দশমীর রাতে দেবী বিসর্জনের পর বিষাক্ত বাংলা মদ্যপানে অসুস্থ পাঁচজনের একজন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (লিটন)। অসুস্থ অন্য চারজন একই হাসপাতালে চিকিৎসাধীন।

মিজানুর রহমান (৫৫) খোট্টাপাড়া ইউনিয়নের বেজোড়া মধ্যপাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য আলেয়া বেগমের স্বামী। চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন বেজোড়া পশ্চিমপাড়ার নাছিদুল সোনার (২৭), আব্দুল্লাহেল কাফি (৩০), আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০) ও মানিক আকন্দ (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্গাপূজার দশমীর রাতে দেবী বিসর্জনের পর বেজোড়া মধ্যপাড়ার মিজানুর রহমান, নাছিদুল, আব্দুল্লাহেল কাফি, রঞ্জু মিয়া ও মানিক আকন্দ একসঙ্গে বাংলা মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে কথা হয় অসুস্থ নাছিদুলের মা নাছরিন বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘দুর্গাপূজার দশমীতে দেবী বিসর্জনের পর বন্ধুদের সঙ্গে নাছিদুল মদ্যপান করে। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে দ্রুত তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বিষাক্ত মদ খেয়ে আমার ছেলের কিডনি বিকল হয়ে গেছে। এখন ডায়ালাইসিস চলছে।’

অসুস্থ আনসার সদস্য রঞ্জু মিয়া বলেন, ‘বাংলা মদ খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি।’

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজার দশমীতে দেবী বিসর্জনের পর পাঁচজন মিলে বাংলা মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে মিজানুর রহমান মারা যান। অন্যরা চিকিৎসাধীন আছেন। পরিবার অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন