[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

প্রকাশঃ
অ+ অ-
বাস বন্ধ থাকায় অফিসগামী ও অন্যান্য যাত্রীরা টার্মিনালে চরম ভোগান্তিতে পড়েছেন।  আজ শনিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন 

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়নি। নতুন করে আন্তজেলা বাস চলাচলও বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে অনেকে কর্মস্থলে যেতে পারেননি। গন্তব্যে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় শহরে এলেও বাস বন্ধ থাকায় ঢাকায় যেতে না পেরে অনেকেই বাড়ি ফিরে গেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের শ্রমিক লাঞ্ছিত করার অভিযোগে এনসিপির নেতা-কর্মীরা গত শুক্রবার সন্ধ্যা থেকে মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান নেন। এ সময় তারা চার দফা দাবি জানান।

ইউনাইটেড বাস কাউন্টারের সামনে এনসিপি নেতা-কর্মীদের অবস্থান এবং এক শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ করেন। ময়মনসিংহ-ঢাকা সড়কের দীঘারকান্দা বাইপাসে এই কর্মসূচি চলায় সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

এনসিপির নেতা-কর্মী ও পরিবহনশ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল থেকে আজ শনিবার কোনো বাস ছেড়ে যায়নি | ছবি: পদ্মা ট্রিবিউন 

গতকাল বিকেলে জেলা প্রশাসন শ্রমিকনেতা ও এনসিপি নেতাদের নিয়ে আলোচনায় বসে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের ১৬টি গাড়ি বন্ধ রাখার আশ্বাস দিলে এনসিপি নেতারা কর্মসূচি প্রত্যাহার করেন। গাড়ি চলাচলে বাধা দেওয়া হবে না—এমন আশ্বাসে শ্রমিকরাও সড়ক থেকে সরে যান। কিন্তু বিকেল পাঁচটা থেকে ইউনাইটেড ট্রান্সপোর্টের ৭০টি এবং শৌখিন এক্সপ্রেসের ১৫০টি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ রোববার সকাল থেকে ঢাকাগামী সব ধরনের বাস এবং ময়মনসিংহ থেকে আন্তজেলার সব বাস বন্ধ রয়েছে।

মাসকান্দা বাসস্ট্যান্ডে দেখা গেছে, আজ সকাল ছয়টা থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছাড়েনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে অনেকে ফিরে গেছেন, অনেকে বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন।

মাসকান্দা বাস টার্মিনালে ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে শ্রমিকরা অবস্থান করছেন। ইউনাইটেড গাড়ির শ্রমিক হাফিজুর রহমান বলেন, কোন গাড়ি চলবে, কোন গাড়ি বন্ধ থাকবে তা মালিক সমিতি নির্ধারণ করে, এটি এনসিপির কাজ নয়।

জেলা এনসিপির সদস্য মোজাম্মেল হক বলেন, যারা ফ্যাসিস্ট ও শহীদ সাগরের ‘হত্যাকারী’ শামীমের ১৬টি বাস বন্ধের বিপক্ষে গিয়ে পরিবহন ধর্মঘট ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করছেন, তাদের সিন্ডিকেট চিরতরে ভেঙে দেওয়া হবে।

এদিকে ময়মনসিংহের মাসাকান্দা, দীঘারকান্দা বাইপাস ও পাটগুদাম ব্রিজ মোড়ে দেখা গেছে, কোনো বাস ছেড়ে যাচ্ছে না। যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রা ও ইজিবাইকে চলাচল করছেন। অনেকে পিকআপ ভ্যানে গন্তব্যে যাচ্ছেন।

নিরাপত্তার কারণে ঢাকাগামী এবং আন্তজেলা বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা ঢাকার মালিকদের সঙ্গে সমন্বয় করা হয়নি। এনসিপির দাবি কিছু ব্যক্তির স্বার্থে করা হয়েছে। গত ১৯ আগস্ট বাস কাউন্টারে হামলার ঘটনা ঘটে। কয়েক দিন পরপর কাউন্টারে গিয়ে ঝামেলা করা, এসব কার প্ররোচনায় হচ্ছে, তা খুঁজে শাস্তির আওতায় আনতে হবে। গ্রেপ্তার অরুণ চন্দ্র দাস এনসিপির সঙ্গে খারাপ আচরণ না করলেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রমিকদের দাবি, অরুণকে মুক্তি দিতে হবে। এই দাবি না মানা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

ময়মনসিংহ জেলা ট্রাফিকের পরিদর্শক আবু নাসের মো. জহির বলেন, শ্রমিকেরা ঢাকাগামী বাস বন্ধ রাখার কথা বলছেন। কিন্তু কেন বাস বন্ধ রাখা হয়েছে, তা তারা স্পষ্ট করছেন না। আজ লোকাল বাস চলাচলও বন্ধ আছে। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন