[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, লাগাতার অবস্থান কর্মসূচি শহীদ মিনারে

প্রকাশঃ
অ+ অ-
শিক্ষকদের কর্মবিরতির কারণে ফাঁকা রাজধানীর একটি কলেজের শ্রেণিকক্ষ | ছবি: পদ্মা ট্রিবিউন 

২০ শতাংশ বাড়িভাড়া বাস্তবায়ন ও তিনটি দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং আটকের প্রতিবাদে সোমবার সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয়ভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশি নির্যাতনের পর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। অনেকে রাতভর সেখানে অবস্থান করেন। সকাল থেকে শিক্ষকরা ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, 'গতকাল শিক্ষকদের ওপর যে হামলা হয়েছে, তা ন্যাক্কারজনক। এ ধরনের ঘটনা সরকারের কাছ থেকে আশা করি না। আমাদের পাঁচ সহকর্মী শিক্ষক আহত হয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের তিনটি দাবিতে কোনো প্রজ্ঞাপন জারি হবে না, ততক্ষণ কর্মসূচি চলবে।' 

এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি | ছবি: পদ্মা ট্রিবিউন 

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক নেতা এস এম ফরিদ উদ্দিন বলেন, 'প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শহীদ মিনার থেকে আমরা সরছি না। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা আন্দোলনে যোগ দিয়েছেন।' 

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, সকাল থেকেই অনেক শিক্ষক ক্লাসে যাননি। যদিও প্রতিষ্ঠানগুলোতে হাজির আছেন, তবুও ক্লাসসহ অন্যান্য কাজ থেকে বিরত আছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

এর আগে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।  দুপুর ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এরপর শিক্ষকরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।

শহীদ মিনারে সোমবার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়। অন্যদিকে, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।

শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান | ছবি: পদ্মা ট্রিবিউন 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন