[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

একজন দিলেন কমিটি, আরেকজন করলেন স্থগিত

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির লোগো

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছিল। এই কমিটিগুলো জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারের তত্ত্বাবধানে সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছিল। তবে সোমবার জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ এই কমিটিগুলো স্থগিত ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সিদ্ধান্তটি বিভাগীয় সমন্বয়কারীর নির্দেশে নেওয়া হয়েছে। বিশ্বনাথ সরকার জানিয়েছেন, তিনি এই বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানাবেন।

এ ঘটনায় আজ বিকেলে রাজশাহী প্রেসক্লাবে দুর্গাপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা সংবাদ সম্মেলন করেন। ওই সময় বিশ্বনাথ সরকার উপস্থিত ছিলেন, তবে বক্তব্য দেননি। দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব জোবায়েদ হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম দুর্গাপুরের ইউনিয়ন কমিটি গঠনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেন। এই কমিটির প্রধান ছিলেন বিশ্বনাথ সরকার। তাদের তত্ত্বাবধানে ২০ থেকে ২৯ মে পর্যন্ত নওপাড়া, কিসমত গণকৈড়, পানানগর, দেলুয়াবাড়ি ও জয়নগর ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ পাঁচজন করে সদস্য নির্বাচিত হন।

পরে কয়েকজন নেতা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে আজ আহ্বায়ক আবু সাঈদ একক স্বাক্ষরে ছয়টি ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করে ফেসবুকে প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই ইউনিয়ন কমিটির নেতারা সংবাদ সম্মেলন করে বলেন, ত্যাগী ও নির্যাতিত নেতাদের নেতৃত্বে নির্বাচিত কমিটিগুলো আহ্বায়ক নিজ স্বার্থে স্থগিত করেছেন। তারা দাবি করেন, কেন্দ্রের নির্দেশে গঠিত এসব কমিটি আহ্বায়ক একা স্থগিত করতে পারেন না।

বিশ্বনাথ সরকার বলেন, 'কেন্দ্রের নির্দেশে সম্মেলনের মাধ্যমে কমিটিগুলো করেছি। কোনো অনিয়ম হয়নি। আহ্বায়ক কেন কমিটি স্থগিত করেছেন, সেটা আমি জানি না। আমার সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। তিনি এককভাবে এটা করতে পারেন না। আমি বিষয়টি দ্রুত কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের জানাব।' 

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ জানান, স্থানীয় বিএনপির যারা আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদের সঙ্গে সমন্বয় না করে কমিটিগুলো অনুমোদন করা হয়েছিল। এতে দলের ভিতরে ও বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিভাগের সমন্বয়কারী আবদুস সালামের নির্দেশে কমিটিগুলো স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর কমিটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লাল্টু, জেলা কমিটির সদস্য সাইদুর রহমান মন্টুসহ ছয় ইউনিয়নের সদ্য স্থগিত করা কমিটির সভাপতি, সম্পাদক ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

রাজশাহী বিএনপির কোন্দল

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন