[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

প্রকাশঃ
অ+ অ-

চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাগাগুচি | ছবি: নোবেল কমিটির ওয়েবসাইট থেকে

চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাগাগুচি। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য তাঁদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

তাঁরা খুঁজে দেখেছেন, শরীরের প্রতিরোধক কোষ কীভাবে জীবাণুকে আক্রমণ করে, আবার একই সঙ্গে যেন নিজের অঙ্গ বা টিস্যুকে ক্ষতি না করে, সে ভারসাম্য কীভাবে কাজ করে।

বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৩টায় সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নোবেলজয়ী এই তিন বিজ্ঞানী পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা পুরস্কার হিসেবে। যদি কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকেন, তবে এই অর্থ তাঁদের মধ্যে ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর পরিমাণ প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ।

প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। আর পদার্থবিজ্ঞান ও রসায়নের পুরস্কার ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন