[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগানের প্রতিবাদ–হাতাহাতি, আহত ১০

প্রকাশঃ
অ+ অ-
হামলায় আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার রাতে | ছবি: এনসিপির পাঠানো

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে হওয়া হাতাহাতিতে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। ঘটনা ঘটেছে বুধবার রাত ৯টার দিকে পাহাড়তলী এলাকার স্টেডিয়ামে। আহতদের জুলাই যোদ্ধা দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।

স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ চলছিল।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের নাম- মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তারা হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডে ভর্তি আছেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা এই তথ্য জানিয়েছেন।

এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও সংবাদ দপ্তরের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, 'খেলা চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্ট সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ধারণ ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে এই ঘটনা শুরু হয়। খেলা দেখতে আসা সাধারণ দর্শকরা প্রতিবাদ করলে ছাত্রলীগের হামলায় অন্তত ১০ জন জুলাই যোদ্ধা আহত হয়েছেন। এর মধ্যে তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।' 

পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিন বলেন, 'স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।' 

উল্লেখ্য, এর আগে ১১ অক্টোবর চট্টগ্রামের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছিল। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন