[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফরিদপুরকে বিভাগ ঘোষণা দাবি করে গণসমাবেশ-বিক্ষোভ মিছিল

প্রকাশঃ
অ+ অ-
ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সর্বস্তরে জনসাধারণের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার | ছবি: পদ্মা ট্রিবিউন

বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে অবিলম্বে ফরিদপুরকে বিভাগ হিসেবে ঘোষণা করার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সমাবেশ হয়।

সমাবেশ শেষে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে মুজিব সড়ক ধরে শহরের জনতা ব্যাংকের মোড়, আলীপুরের মোড় হয়ে হাসিবুল হাসান লাবলু সড়ক, কবি জসীমউদ্দিন সড়ক দিয়ে সুপার মার্কেটের মোড় হয়ে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে দুপুর ১২টায় শেষ হয়।

সমাবেশ ও মিছিলে ফরিদপুরের সর্বস্তরের মানুষ অংশ নেন। অনেকেই বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন বহন করেন।

সমাবেশে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, 'ফরিদপুর অত্যন্ত পুরনো জেলা। এ জেলা রাজনীতি, সংস্কৃতি, জনসংখ্যা এবং পদ্মার এপারের ভৌগোলিক অবস্থার কারণে বৃহত্তর ফরিদপুরের কোনো জেলা ঢাকা বিভাগের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ নেই।' 

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের লিখিত বক্তব্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন পড়ে শোনান।

সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন বলেন, 'ফরিদপুর বিভাগ আমাদের ন্যায্য দাবি। আমাদের দিতেই হবে। তরুণ সমাজ জেগেছে, তারা এই দাবি আদায় করবে।' 

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ, বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া, জেলা খেলাফত মজলিশের সভাপতি আবু নাসের ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন