[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লালপুরে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব প্রসূতির

প্রকাশঃ
অ+ অ-

নবজাতক | প্রতীকী ছবি

নাটোরের লালপুরে এক গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম হয়। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ে জন্মের কিছুক্ষণ পর মারা গেছে। বাকি তিন নবজাতক ও মা এখন সুস্থ আছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তানগুলোর জন্ম দেন রেশমা খাতুন (২৩)। তিনি লালপুর উপজেলার সাইপাড়া পশ্চিমপাড়া গ্রামের দিনমজুর আসিব হোসেনের স্ত্রী। রাত সাড়ে ১১টার দিকে দুই সন্তান মারা যায়। আজ বুধবার সকালে তাঁদের দাফন করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে প্রসববেদনা ওঠায় রেশমা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেন তিনি।

আজ বিকেলে নবজাতকদের বাবা আসিব হোসেন জানান, 'স্ত্রী ও বাকি তিন সন্তান সুস্থ আছে, তবে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।' 

তিনি বলেন, 'আমি একটি খামারে দিনে ৪৫০ টাকা মজুরি করি। এই সামান্য আয়ে স্ত্রী ও সন্তানদের যত্ন নেওয়া আমার জন্য কঠিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন