[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সড়ক দুর্ঘটনায় আহত রাবি শিক্ষককে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হলো

প্রকাশঃ
অ+ অ-

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন 

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাঁকে নিয়ে হেলিকপ্টারটি ঢাকার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়। দুর্ঘটনার পর শুক্রবার সকাল থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, 'অধ্যাপক আসাদুজ্জামান বাদশাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মস্তিষ্ক ও ফুসফুসে জটিলতা রয়েছে। তিনি আশঙ্কামুক্ত নন। পরিবারের অনুরোধে তাঁকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।' 

অধ্যাপক আসাদুজ্জামানের সহকর্মী দর্শন বিভাগের অধ্যাপক মো. আরিফুল ইসলাম ঢাকায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নওগাঁ–রাজশাহী মহাসড়কের পবা উপজেলার নওহাটা পুঠিয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায়। এ ঘটনায় আহত হন দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা। স্কুটি চালাচ্ছিলেন আসাদুজ্জামান, তাঁর পেছনে ছিলেন শিব শংকর রায়।

এ ঘটনায় গতকাল দুপুরে পবা থানায় শিব শংকর রায়ের ছেলে শুভায়ন রায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন,' এ ঘটনায় প্রত্যক্ষদর্শী না থাকায় এখনো বোঝা যাচ্ছে না দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে। তাঁরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছেন।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন