সুদের টাকার জেরে গৃহবধূর শরীরে আগুন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
মরদেহ | প্রতীকী ছবি |
চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে দগ্ধ হয়ে শাহনাজ বেগম ওরফে লাকি (৩৫) মারা গেছেন। বুধবার বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শাহনাজ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামের আমিনুল খানের স্ত্রী। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হামিদ।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে প্রতিবেশী নাছিমা বেগম (৪২) ও তাঁর সহযোগীরা সুদের টাকা নিয়ে বিরোধের জেরে শাহনাজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ আছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় নাছিমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রামবাসীর ভাষ্য, নাছিমা সুদে টাকা খাটান। এক বছর আগে তিনি শাহনাজকে ৫০ হাজার টাকা ধার দেন। সেই টাকা শোধ হয়ে গেলেও কয়েক মাস আগে নাছিমা আবারও টাকার দাবি করেন। এ নিয়ে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে শাহনাজকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে কয়েক দিন লড়াই করার পর শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
একটি মন্তব্য পোস্ট করুন