[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রামুতে বৌদ্ধভিক্ষুর মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

কক্সবাজারের রামুর শ্রীকুল রাখাইন বৌদ্ধ বিহার। এই বিহারের একটি কক্ষ থেকে আজ দুপুরে ভিক্ষ ক্ষেমা চারার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন 

কক্সবাজারের রাম উপজেলার একটি বৌদ্ধবিহার থেকে এক ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ‘শ্রীকুল পুরোনো রাখাইন বৌদ্ধবিহার’ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ভিক্ষুর নাম ক্ষেমা চারা (২১)। তবে তাঁর পারিবারিক নাম থুই নু মং মারমা। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের মং শিপ্রু মারমার ছেলে। এ ঘটনা নিশ্চিত করেছেন রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু। জানতে চাইলে তিনি বলেন, 'দুপুরে তিনি ঘটনাস্থলে পৌঁছে বিহারের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় ভিক্ষুকে দেখতে পেয়েছেন। বিহারের ১০১ বছর বয়সী প্রধান ভিক্ষু অসুস্থ রয়েছেন। তাই ছয় মাস আগে নিহত ভিক্ষু ক্ষেমা চারাকে এ বিহারে নিয়োগ দেওয়া হয়।'

রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, 'প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে। তবে কী কারণে এ মৃত্যু হয়েছে, তা উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন