শ্রীপুরে র্যাব অবরুদ্ধের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার
![]() |
| গ্রেপ্তার যুবদলের নেতা এমদাদ প্রধান | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুরের শ্রীপুরে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো র্যাবের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি যুবদল নেতা মো. এমদাদ প্রধানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাতে উপজেলার ভাংনাহাটি গ্রামে মেয়ের বাড়ি থেকে তাঁকে আটক করে র্যাব-১। পরে তাঁকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। শনিবার দুপুরে এমদাদকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার এমদাদ শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মো. হাসমত আলীর ছেলে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'এমদাদ র্যাবের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত। গত রাতে র্যাব তাঁকে আটক করে থানায় দেয়, পরে আদালতে সোপর্দ করা হয়।'
এর আগে, ৭ সেপ্টেম্বর বিকেলে বরমী গ্রামের একটি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোশারফ নামে এক ব্যক্তিকে আটক করে র্যাব-১। ওই সময় র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা পর সেনাবাহিনী এসে অবরুদ্ধ র্যাব সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় র্যাব-১-এর ওয়ারেন্ট কর্মকর্তা মো. জাফর ইকবাল বাদী হয়ে দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন