[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে শতাধিক নিহতের আশঙ্কা

প্রকাশঃ
অ+ অ-

ভূমিকম্পে আহতদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। জালালাবাদ, আফগানিস্তান, ১ সেপ্টেম্বর | ছবি: রয়টার্স

আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দেশটির সরকারি কর্তৃপক্ষ সোমবার এ খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রাথমিক খবরে জানা গেছে, কেবলমাত্র একটি গ্রামেই ৩০ জনের প্রাণহানি হয়েছে।

আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এর পর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন