প্রাথমিকে সংগীত ও ট্রান্সজেন্ডার নিয়োগ বাতিলের দাবি খেলাফত আন্দোলনের
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আয়োজনে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
দেশের প্রাথমিক বিদ্যালয়ে ৬০ হাজার সঙ্গীত শিক্ষক ও ট্রান্সজেন্ডার (রূপান্তরিত নারী) নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই বিষয়টি তুলে ধরা হয়।
সমাবেশে খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, 'এ দেশে ৯২ শতাংশ মুসলমান বসবাস করে। আমাদের দেশের চলমান জীবনযাত্রা ও সংস্কৃতি মুসলিম ঐতিহ্যের ওপর ভিত্তি করে। কিন্তু কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক বিদ্যালয়ে ৬০ হাজার সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে, যা দেশের মুসলিম জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতার সমতুল্য।'
তিনি আরও বলেন, 'আমরা সরকারকে জানাই, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের জন্য জনগণ কোনো বিপ্লব করেনি। দেশের মানুষ জুলাই বিপ্লব করেছে স্বাধীনতা অর্জনের জন্য। যদি এই সিদ্ধান্ত বহাল থাকে, ধর্মপ্রাণ জনগণ রাস্তায় নামবে।'
মুজিবুর রহমান যোগ করেন, 'সরকার গানের শিক্ষক নিয়োগ বাতিল করুন। ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগও বাতিল করতে হবে। পাশাপাশি স্কুলে ধর্মীয় শিক্ষকের ব্যবস্থা করতে হবে। এই শিক্ষকরা হবে আলেম। তাদের নিয়োগ না হলে দেশের শিক্ষার মান উন্নয়ন হবে না, দুর্নীতি বন্ধ হবে না, এবং সামাজিক অনাচার রোধ করা সম্ভব হবে না।'
সমাবেশের পরে খেলাফত আন্দোলনের নেতারা পল্টন এলাকায় বিক্ষোভ মিছিলও পরিচালনা করেন। এতে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন