[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

প্রকাশঃ
অ+ অ-

সীমান্ত | প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবি হাতে নিয়েছে। গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় বিএসএফ তাদের হস্তান্তর করে।

আটকদের মধ্যে চারজন শিশু, চারজন নারী ও সাতজন পুরুষ রয়েছেন।

বিজিবি তলুইগাছা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল কাশেম জানান, 'বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়। পরে রাত ১০টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'

আটকরা জানিয়েছেন, তাঁরা ভারতের একটি শহরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ভারতীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের দেশে ফেরানোর জন্য মাইকিং করা হয়েছিল। গত শনিবার সকাল ১০টার দিকে তাঁরা আমুদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিমুল হক বলেন, 'বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়েছে। পরে রাতেই তাঁদের থানায় নেওয়া হয়েছে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন