[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশঃ
অ+ অ-

আজ ভোরে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয় | ছবি: পদ্মা ট্রিবিউন  

পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়। ভোর চারটার দিকে ভাঙ্গুড়ার কাছে পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। তখন অনেক যাত্রী আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে যান। পরে ভাঙ্গুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। প্রায় তিন ঘণ্টা পর, সকাল সাতটার দিকে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার কারণে যাত্রীরা অসুবিধার মধ্যে পড়েছেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'ভোর চারটার দিকে পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ আছে। পুলিশ সার্বিক নিরাপত্তা তদারকি করছে।' 

লাইনচ্যুত ট্রেনের যাত্রীরা রেল লাইনের ধারে বসে অপেক্ষা করছেন। সোমবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগের প্রকৌশলী নাজিম কায়সার জানিয়েছেন, 'ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার কাজ শুরু হয়েছে। কতক্ষণের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা দ্রুত কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন