ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরী-শিশু নিহত
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি |
পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত কিশোরী ও আব্দুল আলিম পিয়ারুল লাল (৬) নামে এক শিশু নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে পাবনা-পাকশী মহাসড়কের বাঁশেরবাদা এলাকায় একটি অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হন এক কিশোরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোরীর নাম-পরিচয় এখনও শনাক্ত হয়নি। তবে বয়স প্রায় ১৫ বছরের মতো।
প্রায় দুই ঘণ্টা পর, সকাল ১১টার দিকে ঈশ্বরদী ইপিজেড সড়কের দাসপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল আলিম পিয়ারুল লাল। এ সময় একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। শিশুটি সাঁড়া ইউনিয়নের তালতলা মৌলভী পাড়ার মিলন হোসেনের ছেলে।
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, ‘পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিশু চাপা দেওয়ার ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
একটি মন্তব্য পোস্ট করুন