ডাকসুর ব্যালট ছাপা নিয়ে উঠছে প্রশ্ন, মিলছে না সংখ্যার অঙ্ক
![]() |
| কোলাজ: পদ্মা ট্রিবিউন |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার নীলক্ষেতে খোলামেলা পরিবেশে ছাপা হয়েছিল—এমন তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ব্যালট ছাপা হয়েছিল উন্নতমানের ছাপাখানায় সর্বোচ্চ গোপনীয়তায়। কিন্তু ঘটনার ধারাবাহিকতা ও কর্তৃপক্ষের বক্তব্য বলছে উল্টো চিত্র।
ব্যালট ছাপার সংখ্যা নিয়েও রয়েছে বিস্তর গরমিল।
নির্বাচন কমিশন আগে থেকেই দাবি করেছিল, নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে ব্যালট ছাপার সুযোগ নেই। প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘ওখানে এই ধরনের মেশিন থাকার কথা নয়।’
অনুসন্ধানে দেখা যায়, ওই মার্কেটের জালাল ছাপাখানা ব্যালট ছাপতে সক্ষম। ছাপাখানার মালিক মো. জালালও স্বীকার করেন, ডাকসুর ব্যালট তাঁর প্রেসেই ছাপা হয়েছে। তিনি জানান, 'মো. ফেরদৌস নামে একজন কাজটি দেন। তিন দিনের মধ্যে প্রকাশ্য পরিবেশে—প্রেসের সাটারও খোলা রেখেই—ব্যালট ছাপা হয়। তাঁর হিসাবে, ৪৮ হাজার কাগজে দুটি করে মোট ৯৬ হাজার ব্যালট সরবরাহ করা হয়।'
অন্যদিকে, ব্যালট কাটা হয় নীলক্ষেতের ‘মক্কা পেপার কাটিং হাউস’-এ। দোকানের কর্মচারীরা জানান, 'ফেরদৌস নামেই একজন কাজ নিয়ে আসেন। রাত সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে কাগজ কেটে পরদিন সকালে ব্যালট ফেরত দেওয়া হয়। তাঁদের হিসাবে, ওই রাতে ২২ রিম কাগজ কাটা হয়েছিল, যাতে ব্যালটের সংখ্যা দাঁড়ায় প্রায় ৮৮ হাজার। ফলে জালাল প্রেসের হিসাবের সঙ্গে মিলছে না ৮ হাজার ব্যালট।'
এদিকে ডাকসুর ব্যালট ছাপা ও গণনার টেন্ডার পাওয়া প্রতিষ্ঠান আঞ্জা করপোরেশনের চেয়ারম্যান জাহিদ হোসেনও স্বীকার করেন, 'তাঁর প্রেস থেকে ব্যালট ছাপা হয়েছিল। তবে তিনি দায় চাপান কর্মচারীদের ওপর। তাঁর দাবি, তাঁরা মোট এক লাখ ৫৩ হাজার ব্যালট সরবরাহ করেছেন।'
কিন্তু হিসাব বলছে, ডাকসুর মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। প্রত্যেকে ছয়টি করে পাতায় ভোট দেওয়ায় মোট প্রয়োজন ছিল ২ লাখ ৩৮ হাজার ৬৫০টি ব্যালট পেপার।
প্রধান রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দিন এ বিষয়ে বলেন, ‘এটা খুব বিশেষায়িত প্রক্রিয়া। এসব মেশিনের দাম কোটি টাকার ওপরে। টেন্ডারে আবেদনও করেছিল শুধু একটি প্রতিষ্ঠান।’ নীলক্ষেতে ব্যালট ছাপার প্রমাণের বিষয়ে তিনি বলেন, ‘যদি প্রমাণ থাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তা খতিয়ে দেখবে।’

একটি মন্তব্য পোস্ট করুন