ঈশ্বরদীতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
![]() |
| পানিতে ডুবে মৃত্যু | প্রতীকী ছবি |
পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন- ওই গ্রামের পলান সরদারের ছেলে আজিবুল ইসলাম (৫) এবং রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬)। তারা একে অপরের চাচাতো ভাই-বোন।
লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাসার তোতা জানান ‘সকাল ৯টার দিকে পরিবারের নজর এড়িয়ে আজিবুল ও রাবেয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গিয়ে রাবেয়ার লাশ পানিতে ভাসতে দেখে। পরে পুকুর থেকে আজিবুলের লাশও উদ্ধার করা হয়।’
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবার কোনো অভিযোগ না করার কারণে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

Comments
Comments