[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁদপুরে সরকারি চাল জব্দ, বিএনপি নেতাসহ দুজনের জেল-জরিমানা

প্রকাশঃ
অ+ অ-
গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ভ্রাম্যমাণ আদালতের অভিযান | ছবি: পদ্মা ট্রিবিউন

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত ও বিক্রির অভিযোগে এক মুদি দোকান মালিককে তিন মাসের কারাদণ্ড এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রায় তিন টন চাল জব্দের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

রোববার রাত আটটার দিকে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় ২ হাজার ৭৮৫ কেজি চাল উদ্ধার করা হয়।  তখন উপজেলা খাদ্য পরিদর্শক জামাল উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

উপজেলা পরিষদের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুদি ব্যবসায়ী ওলি উল্যাহ ব্যাপারীর মালিকানাধীন ও তাঁর ছেলে সাইফুল ইসলামের পরিচালিত দুটি গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত এসব চাল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জানান, ভ্রাম্যমাণ আদালত গুদাম মালিক সাইফুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড দেন। সহযোগিতার অভিযোগে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল ব্যাপারীর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা চাল খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, 'সাজাপ্রাপ্ত সাইফুল ইসলামকে সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।'

ইউএনও সুলতানা রাজিয়া বলেন, 'সরকারি চাল অবৈধভাবে মজুত ও বিক্রির অপরাধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন