[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ডাকসু ভোটের সময় কোন রাস্তা এড়িয়ে চলবেন, জানালো পুলিশ

প্রকাশঃ
অ+ অ-
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের বিশেষ শাখা সোয়াটের সদস্যদের সশস্ত্র অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। সোমবার বিকেলে টিএসসি–সংলগ্ন ‘স্বোপার্জিত স্বাধীনতা’ চত্বরে| ছবি: পদ্মা ট্রিবিউন  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে বিশ্ববিদ্যালয়মুখী সড়কগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ও আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ও পলাশী ক্রসিং থেকে বিশ্ববিদ্যালয় অভিমুখী কোনো গাড়ি সরাসরি প্রবেশ করতে পারবে না। এসব যানবাহনকে বিকল্প পথে যাত্রা করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার গাড়ি এ বিধিনিষেধের বাইরে থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামীকাল পাঁচটি প্রধান স্থানে বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হবে। নগরবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, একদিনের জন্য এসব রাস্তা ব্যবহার করুন।

নির্বাচন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দিতে অংশ নেবেন।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন