সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন কক্সবাজারে, ঘুরে দেখলেন এক্সিলারেট এনার্জির হাসপাতাল
![]() |
| কক্সবাজার বিমানবন্দরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস | ছবি: পদ্মা ট্রিবিউন |
এনসিপি নেতাদের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জন ছড়ানোর এক মাসের মাথায় সত্যি সত্যি কক্সবাজার ঘুরে গেলন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
বুধবার আকাশ পথে কক্সবাজারে এসে তিনি যান মহেশখালীতে। সেখানে তিনি একটি হাসপাতাল পরিদর্শন করেন এবং গাছের চারা রোপণ করেন।
কক্সবাজার বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেছেন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজারে নামেন পিটার হাস। তার সঙ্গে আরও দুজন ছিলেন।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যান। সেখান থেকে স্পিডবোটে করে মহেশখালী যান।
মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, 'পিটার হাস বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত ‘এক্সিলারেট হোপ হসপিটালে’ গেছেন বলে তিনি জানতে পেরেছেন। আমাদের হাতে আসা একটি ছবিতে পিটার হাসের হাসপাতাল পরিদর্শনের বিষয়টি দেখা গেছে।'
হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ প্রধান কে এম জাহিদুজ্জামান বলেন, 'এটি পূর্বপরিকল্পিত কোনো সফর ছিল না। পিটার হাস হঠাৎ করেই এসেছেন কোনো আনুষ্ঠানিক আয়োজন ছাড়া। উনি সকালে আসেন। কিছু গাছ নিয়ে এসেছিলেন, সেগুলো লাগালেন, তারপর চলে গেছেন। কোনো অনুষ্ঠান ছিল না, থাকলে তো আপনাদের জানাতাম। উনি (পিটার) আসছেন শুনে আমিও গিয়েছিলাম। আমরা অভ্যর্থনা জানিয়েছি।' বুধবারই পিটার হাসের ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানান।
![]() |
| কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জির উদ্যোগে নির্মিত হোপ–এক্সিলারেট হাসপাতাল পরিদর্শনে পিটার হাস | ছবি: পদ্মা ট্রিবিউন |
২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস।
এক বছর আগে কূটনৈতিক পেশা থেকে অবসরে যাওয়ার পর এখন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।
বাংলাদেশে ‘এক্সিলারেট এনার্জি’র ব্যবসা থাকায় মাঝেমধ্যে আসতে হয় পিটার হাসকে। গত ৫ অগাস্ট জুলাই অভ্যুত্থানের বার্ষিকীর দিন কক্সবাজারে তিনি এনসিপির পাঁচ শীর্ষ নেতার সঙ্গে ‘গোপন বৈঠক’ করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
তবে পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পিটার হাস ওইদিন কক্সবাজারে থাকার কোনো তথ্য তাদের কাছে নেই। আর বৈঠকের কথা উড়িয়ে দিয়ে এনসিপি নেতারা বলেন, তারা কক্সবাজারে গেছেন বেড়াতে।


একটি মন্তব্য পোস্ট করুন