চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বনশূকরের আক্রমণে ১০ জন আহত
প্রকাশঃ
![]() |
বনশূকর | ফাইল ছবি |
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে ঢোকা একদল বনশূকরের আক্রমণে কমপক্ষে ১০ জন মানুষ আহত হয়েছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার চরপাঁকা এলাকায়।
হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন চরপাঁকা গ্রামের মিজানুর রহমান (৬৫), তরিকুল ইসলাম হাজী, রুমন আলি (২৫), শহিদুল ইসলাম (৩৫) ও খাদেমুল ইসলাম (৩৫)। এছাড়া কটাপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী শেফালী বেগম (৩৫) এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, ভারত সীমান্ত দিয়ে ঢোকার পর বনশূকরের দলটি গ্রামে প্রবেশ করে। গ্রামের মানুষ তাদের তাড়ানোর চেষ্টা করলে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে লোকজন জড়ো হয়ে একটি বনশূকরকে গণপিটুনি চালিয়ে হত্যা করেন।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, 'এই ঘটনায় আমার কাছে এখনও কোনো তথ্য পৌঁছায়নি।'
শিবগঞ্জ থানার ওসি মো. আজাহার আলি বলেন, 'ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দেখব, যেন ভবিষ্যতে সাধারণ মানুষ নিরাপদ থাকেন।'
হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন চরপাঁকা গ্রামের মিজানুর রহমান (৬৫), তরিকুল ইসলাম হাজী, রুমন আলি (২৫), শহিদুল ইসলাম (৩৫) ও খাদেমুল ইসলাম (৩৫)। এছাড়া কটাপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী শেফালী বেগম (৩৫) এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, ভারত সীমান্ত দিয়ে ঢোকার পর বনশূকরের দলটি গ্রামে প্রবেশ করে। গ্রামের মানুষ তাদের তাড়ানোর চেষ্টা করলে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে লোকজন জড়ো হয়ে একটি বনশূকরকে গণপিটুনি চালিয়ে হত্যা করেন।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, 'এই ঘটনায় আমার কাছে এখনও কোনো তথ্য পৌঁছায়নি।'
শিবগঞ্জ থানার ওসি মো. আজাহার আলি বলেন, 'ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দেখব, যেন ভবিষ্যতে সাধারণ মানুষ নিরাপদ থাকেন।'
একটি মন্তব্য পোস্ট করুন