[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জকসু নির্বাচনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি আপ বাংলাদেশের

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জকসু নির্বাচনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের কাছে স্মারকলিপি দিয়েছেন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। ঢাকা, ৩ আগস্ট | ছবি: পদ্মা ট্রিবিউন 

দ্রুত সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমকে স্মারকলিপি দিয়েছেন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

রোববার বিকেলে উপাচার্যের কাছে আপ বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক মো. তাওহীদুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় নির্বাচন আয়োজনের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আলোচনার আশ্বাস দেন উপাচার্য।

স্মারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী ছাত্র সংসদ (জকসু) গঠন বাধ্যতামূলক হলেও দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি। ফলে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে আপ বাংলাদেশ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ছাত্র সংসদ শুধু একটি নির্বাচন নয়, এটি ছাত্রদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে। এ অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন