নিজস্ব প্রতিবেদক ঢাকা

মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে রাস্তার ওপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। ৯ জুলাই ২০২৫ বিকেলে হত্যাকাণ্ডটি ঘটে | ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি পণ্য ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার এ আদেশ দেন। রিমান্ড হওয়া দুই আসামি হলেন রুমান বেপারী (৩২) ও মো. আবির হোসেন (২৮)।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রুমান ও আবিরকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাঁদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।

আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচের আরজি জানানো হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দুই আসামির প্রত্যেককে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদকে হত্যা করে একদল লোক। পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে ঘাতকদের লাফাতেও দেখা গেছে।

এ হত্যার ঘটনায় পরদিন রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা হয়। আলোচিত এ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নয়জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন।