সীতাকুণ্ডে জঙ্গলে দেশীয় অস্ত্রের কারখানা, আটক ৪
| সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানা থেকে আটকরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। সেখানে অভিযান চালিয়ে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড কার্তুজ, বেশ কিছু ধারালো অস্ত্র, দুটি ওয়াকিটকি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে আটক করা হয়েছে চারজনকে। আজ শনিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামরুল হাসান, আশিকুর রহমান, রুমন ও আমির হোসেন। তাঁরা প্রত্যেকেই জঙ্গল সলিমপুরের ৯ নম্বর সমাজের বাসিন্দা। তাঁদের মধ্যে কামরুল হাসান ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন।
| উদ্ধার করা অস্ত্র–গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম | ছবি: সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের সৌজন্যে |
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ৯ নম্বর সমাজের দিনার ঘোনা এলাকার একটি ঘর থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। ঘরটিতে বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামও পাওয়া গেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পরে এ ঘটনায় বিস্তারিত জানানো যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন