[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সীতাকুণ্ডে জঙ্গলে দেশীয় অস্ত্রের কারখানা, আটক ৪

প্রকাশঃ
অ+ অ-

সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানা থেকে আটকরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। সেখানে অভিযান চালিয়ে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড কার্তুজ, বেশ কিছু ধারালো অস্ত্র, দুটি ওয়াকিটকি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে আটক করা হয়েছে চারজনকে। আজ শনিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামরুল হাসান, আশিকুর রহমান, রুমন ও আমির হোসেন। তাঁরা প্রত্যেকেই জঙ্গল সলিমপুরের ৯ নম্বর সমাজের বাসিন্দা। তাঁদের মধ্যে কামরুল হাসান ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন।

উদ্ধার করা অস্ত্র–গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম | ছবি: সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের সৌজন্যে

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ৯ নম্বর সমাজের দিনার ঘোনা এলাকার একটি ঘর থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। ঘরটিতে বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামও পাওয়া গেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পরে এ ঘটনায় বিস্তারিত জানানো যাবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন